Wednesday, June 19, 2019

#29





*Dear Raani 👸

যদি কোনোদিন আমি ফিরে যায় ,
তুমি কি পিছু ডাকবে আমায় ?
মনে পরবে কি আমার কথা ?
মনে পরবে সেই তোমাকে
লেখা আমার প্রথম কবিতা ।
তখন ছন্দে লিখেছিলাম
তোমায় ভালোলাগার কথা ।
আজ ছন্দহীন আমি
আজ লিখি কিছু প্রাণহীন কবিতা ।
তোমার মনের চারিদিকে আমি
প্রদক্ষিণ করে করেছি সারাক্ষণ ।
নিজের অজান্তেই শুধু হয়েছি
তোমার বিরোক্তিতার কারণ ।
তবুও ব্যার্থ খুঁজি তোমার হৃদয়ের পথ ।


No comments:

Post a Comment

#33

 ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ।  তোমার প্রত্যাখ্যানই মিশানো হাজার ভালোবাসা ।  প্রভাতের সূর্যের শিশির মেশানো ঘাসে তোমার পায়ের ছাপ খুঁজি ।  ত...