Saturday, June 8, 2019

#28


পাখি তোকে উড়তে দিলাম
মুক্ত বাতাসে ।
মনের সুখে থাকিস তুই
খাঁচাকে ভুলে ।
যদিও আমার বাঁশের খাঁচা ,
বড্ডো নরম বড্ডো কাঁচা ।
তুই নাহয় ধরা দিস
একটা ভালো সোনার খাঁচা ।
পাখি তোকে উড়িয়ে দিলাম ,
জড়িয়ে দিলাম ভালোবাসা ।


No comments:

Post a Comment

#33

 ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ।  তোমার প্রত্যাখ্যানই মিশানো হাজার ভালোবাসা ।  প্রভাতের সূর্যের শিশির মেশানো ঘাসে তোমার পায়ের ছাপ খুঁজি ।  ত...